Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্রেন টিউমারে না ফেরার দেশে স্কটিশ ক্রিকেটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০২:১৪ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০২:১৪ PM

bdmorning Image Preview


ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াই থেমে গেল মাত্র ৩৮শে! বৃহস্পতিবার প্রয়াত হলেন স্কটল্যান্ডের অল-রাউন্ডার কন দে লাঙ্গে। স্ত্রী ও দুই সন্তান রেখে গিয়েছেন।

২০১৮-য় ব্রেন টিউমার ধরা পড়ার পর, ক্রিকেট স্কটল্যান্ড তাঁর চিকিত্‍‌সায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করা হয় লাঙ্গের জন্য। নিজের অসুস্থতার সঙ্গে লড়তে খুব অল্প সময়ের মধ্যে একটা অপারেশন, রেডিয়েশন এবং কেমোথেরাপি নিয়েছিলেন ডি ল্যাঙ্গে। তবু মৃত্যুর কাছে তাঁর সেই লড়াই থেমে গেল।

দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত কন দে লাঙ্গে ২০১৫ থেকে ২০১৭-র মধ্যে স্কটল্যান্ডের হয়ে ১৩টি একদিনের ম্যাচ ও ৮টি টি-২০ খেলেছেন। ১৩ ওয়ানডেতে ৪.০৭ ইকোনমি রেটে ১৬ উইকেট শিকার করেছেন ডি ল্যাঙ্গে। এর মধ্যে একবার ৫ উইকেট শিকার করেছেন। এছাড়া ব্যাট হাতে করেছেন ১২৩ রান। টি-টোয়েন্টি খেলেছেন ৮টি, মাত্র ৬.৩৩ ইকোনমি রেটে ঠিক ৮টি উইকেট রয়েছে তার নামের পাশে।

স্কটল্যান্ড ক্রিকেটে সহযোগী দেশ হয়েও অল্প সময়ের মধ্যে টেস্ট খেলুড়ে দেশ জীম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে। সেই ম্যাচে একাই পাঁচ উইকেট নিয়েছিলেন ডি লাঙ্গে। ২০১৭ সালের ২৫ নভেম্বর আরব আমিরাতে পাপুয়া নিউগিনির বিপক্ষে জীবনের শেষ আন্তর্জাতিক তথা শেষ ক্রিকেট ম্যাচটি খেলেন ডি ল্যাঙ্গে।

উল্লেখ্য, কিছু দিন আগেই ডি লাঙ্গের মতো ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন মোশারফ হোসেন রুবলে। টিউমারটি প্রাথমিক ধাপে থাকায় গেল মাসেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে হাসপাতাল থেকে চিকিৎসায় নিয়ে দেশে ফিরেছেন। আপাতত তিনি শঙ্কামুক্ত হলেও কিছুদিন পরেই আবারো সিঙ্গাপুরে যেতে হবে তাকে।

Bootstrap Image Preview