Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাসেলের উদ্দেশ্যে কোহলির প্রশ্নবিদ্ধ মন্তব্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০১:৪৩ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০১:৪৮ PM

bdmorning Image Preview


প্রায় অসম্ভব ২১৪ রানের লক্ষ্যকে রাসেল ও রানা মিলে ২৪ বলে ৭৬ রানে পৌঁছে দিলেন। তারপর ১২ বলে ৪৩।তারপরই চূড়ান্ত নাটক। পরপর তিনটি ডট বল। শেষ ওভারে আরও একটি। রাসেলের ২৫ বলে ৬৫ রানের চমকপ্রদ ইনিংসটি বৃথা গেল। বৃথা গেল রানার ৪৬ বলে ৮৫ অপরাজিত। সবই মেনে নিতে হয়, যেহেতু ক্রিকেট নাকি চরম অনিশ্চয়তার খেলা।

পরিস্থিতি এমন হয়ে গেছিল, যে খেলা শেষ হওয়ার ঠিক আগের বলে কোহলির থ্রো থেকে রাসেল রান আউট হতেই আন্দ্রে রাসেল প্যাভিলিয়নের দিকে হাঁটতে শুরু করেন। এ সময় কোহলি বেশি মাত্রায় উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে রালেসকে উদ্দেশ্য করে  ("bhag bhosdike") আপত্তিকর শব্দ প্রয়োগ করেন। টিভি পর্দায় উচ্চারণভঙ্গিতে যা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ আচরণের ব্যাপক সমলোচনা হয়।

আন্দ্রে রাসেলের প্রতি এমন বাজে আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ভারতীয় ক্রীয়াপ্রেমীরা। বিশেষ করে ভারতীয় দলের অধিনায়কের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এ ধরনের আচরণে সমালোচনার বড় ধরনের ঝড়ই বয়ে যায়। তার মতো এত বড় মাপের একজন ক্রিকেটারের যে এ ধরনের আচরণ শোভনীয় হচ্ছে না, তাই বুঝিয়ে দেন তারা।

পরাগ রোহিল্লা নামের একজন টুইটারে লেখেন, কোহলির মতো মানুষের কাছ থেকে এ ধরনের আচরণ আশা করা যায় না। তার তুলনায় রাসেলই বরং মানুষের হৃদয় জিতে নিয়েছে।

টুইটারে দারবে নামের একজন ক্রীড়ামোদি লিখেন, মাঠে কোহলি একজন গ্রেট ক্রিকেটার ঠিক আছে। কিন্তু সেখানে তার আচরণ একেবারেই নিম্নশ্রেণির। 

শ্রুতি সিং লিখেছেন, মানুষকে কিভাবে সম্মান দেখাতে হয় কেউ তাকে শিখিয়ে দিন।

কানিশ রায়না নামের একজন লেখেন, কোহলি ব্যাটসম্যান হিসেবে হিরো, ক্রিকেটার হিসেবে জিরো। তিনি রানমেশিন। কিন্তু রাসেলের প্রতি তার আচরণটা তার সত্যিকারের চরিত্র। এজন্য আমি কোহলিকে অপছন্দ করি।

Bootstrap Image Preview