Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৮টি ক্যানসার ও ৮টি কিডনি হাসপাতাল নির্মাণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০১:১৯ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০১:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, খুব দ্রুতই দেশে বিশেষায়িত আটটি ক্যানসার ও আটটি কিডনি হাসপাতাল নির্মাণ করা হবে। এছাড়া খুব শিগগির ৭০০ শতাধিক চিকিৎসকের পদোন্নতি দেয়া হবে।

শুক্রবার (১৯ এপ্রিল) জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, খুব শিগরই বিশেষায়িত আটটি ক্যানসার ও আটটি কিডনি হাসপাতাল নির্মাণ করা হবে। নতুন হাসপাতাল নির্মিত হলে রোগীদের চিকিৎসা নিতে বিদেশে যেতে হবে না।

হাসপাতালে চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের সঙ্গে ভালো ব্যবহার ও হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বিভিন্ন হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম খুব শিগগিরই সরবরাহ করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাক্তার আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম বক্তৃতা করেন।

Bootstrap Image Preview