Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ১২:৪৯ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ১২:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সন্ত্রাসীদের গুলিতে পারভেজ সরদার (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত পারভেজের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে। তার বাবার নাম দেলোয়ার সরদার ও মা পারভীন আক্তার।

পরিবার সূত্রে জানা যায়, পারভেজ ২০১৭ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। কেপটাউন শহরের একটি দোকানে সেলসম্যানের কাজ করতেন তিনি। স্থানীয় নিগ্রো সন্ত্রাসীরা কিছুদিন আগে তার কাছে চাঁদা দাবি করে। শুক্রবার পারভেজ চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা দোকানে ঢুকে পারভেজকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পারভেজের মামা সুমন আহমেদ কেপটাউন থেকে বলেন, দক্ষিণ আফ্রিকার মধ্যে কেপটাউন ছিল শান্তির শহর। এখানে কোন খুনাখুনী ছিলনা কিন্তু বর্তমানের অবস্থা খুবই খারাপ।

এর আগে ২ মার্চ আমার মামা জহিরকে কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। এরপর শুক্রবার আমার ভাগিনা পারভেজকে গুলি করে হত্যা করা হলো। সমগ্র আফ্রিকা এখন বাংলাদেশিদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে।

 

 

Bootstrap Image Preview