Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুসলিমদের জন্য হুমকির কারণ হবে না মোদি: তসলিমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১০:৪৫ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১০:৪৬ PM

bdmorning Image Preview


ভারতে চলছে লোকসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক এই রাষ্ট্রের নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা চলছে সকল অঙ্গনে। ভারতীয় মিডিয়া 'ডেইলি ও ডট ইন' কে দেওয়া এক সাক্ষাতকারে নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসলে তিনি দেশটির সংখ্যালঘু মুসলিমদের জন্য হুমকির কারণ হবেন না। 'সেক্যুলার' হিসেবে পরিচিত তসলিমা বিজেপি নেতার সম্পর্কে এমন মন্তব্য করায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

দীর্ঘ সাক্ষাতকারের এক পর্যায়ে তসলিমা বলেছেন, 'আমি মনে করি না নরেন্দ্র মোদি মুসলিমদের জন্য হুমকি হয়ে উঠবেন। বরং আমি মনে করি তিনি তাদেরকে শাস্তি দেবেন, যারা গরুর মাংস খাওয়ার অজুহাতে মুসলিমদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। ভারতে ২০০ মিলিয়ন (২০ কোটি) মুসলিম আছে। এটা তাদের ঘর। আপনি তাদের ভারতের বাইরে ছুড়ে ফেলতে পারেন না।'

তসলিমা বলেন, 'বিশ্বের অন্য মুসলিম দেশগুলোর তুলনায় ভারতের মুসলিমরা অনেক বেশি শান্তিপ্রিয়। রাজনীতিকরা তাদেরকে আধুনিক দুনিয়া থেকে সরিয়ে রাখতে চায় নির্বাচনের সময় ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য। কিন্তু মুসলিমদের মানুষ হিসেবে পরিচিত হওয়া দরকার। ধর্মীয় নেতা বা ইমামদের দ্বারা পরিচালিত হওয়া উচিত নয়।'

চলতি নির্বাচনে নরেন্দ্র মোদিকে মুসলিমরা ভোট দেবে কিনা- এমন প্রশ্নের জবাবে তসলিমা বলেন, 'আমি তো আর মুসলিমদের মুখপাত্র নই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।

আমি মনে করি, তাদের উচিত হবে না কোনো দলের ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হওয়া। প্রগতিশীল চিন্তাধারা অনুসরণ করে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত; কারও দ্বারা প্রভাবিত হয়ে নয়। আমি গোষ্ঠীগত রাজনীতির বিরোধী।'

Bootstrap Image Preview