Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী

নাঈম ইসলাম, সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৮:০৫ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৮:০৫ PM

bdmorning Image Preview


সাভারে ভয়াবহ রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনায় সাত বছরপূর্তি উপলক্ষে নিহত শ্রমিকদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৫টায় সাভারে ধসে যাওয়া রানা প্লাজার সামনে এর আয়োজন করে বাংলাদেশর গার্মেন্ট শ্রমিক সংহতি। পরে প্রদর্শনীর উদ্বোধন করেন রানা প্লাজায় নিহত হওয়া শ্রমিক ফজলে রাব্বির মা রাহেলা খাতুন।

আলোকচিত্র প্রদর্শনীতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তসলিম আক্তার লিমার তোলা সাতটি ছবি ধসে যাওয়া ভবনের সামনে বিভিন্ন স্থানে টানিয়ে দেওয়া হয়। এ ছাড়া প্রদর্শনীতে সাত বছর আগে ভয়াবহ এই দুর্ঘটনার নানা দূর্লভ চিত্র প্রদর্শিত হয়। ভয়াল সেসব চিত্র ঘুরে ঘুরে দেখেন হতাহতের শ্রমিক পরিবারের সদস্যসহ অন্যান্যরা।

প্রদর্শনীতে অংশ নিয়ে বাংলাদেশর গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তসলিম আক্তার লিমা বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির ৭ বছর হতে চললেও আজ পর্যন্ত দোষী রানার শাস্তি নিশ্চিত করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এমনকি হতাহত পরিবারের ক্ষতিপূরণের সঠিক বন্টনের বিষয়টিও রয়ে গেছে ধোঁয়াশায়। এমনকি ইতিহাসের ভয়াবহ এই দূর্ঘটনার পর শিক্ষা নিয়ে এখনও কারখানাগুলোতে শ্রমিকদের কর্মপরিবেশও নিশ্চিত করতে ব্যর্থ সংশ্লিষ্টরা।

 

Bootstrap Image Preview