Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্লাসে মাত্র ৫ শতাংশ পড়ান শিক্ষকরা: ড. জাফর ইকবাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৭:৫৮ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৭:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, আমরা ক্লাসে মাত্র ৫ শতাংশ পড়াই। খুব অল্প সময়ে এর বেশি আর পড়ানো সম্ভব নয়। আর বাকি ৯৫ শতাংশ শিক্ষার্থীদের নিজের চেষ্টায় পড়ে নিতে হয়।

শুক্রবার শাবিপ্রবির ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে অনুষ্ঠিত ‘এলআইসিটি সাস্ট টিচ ফেস্ট’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আহ্বায়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইকিউএসি’র ডিরেক্টর অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, আইআইসিটি’র ডিরেক্টর অধ্যাপক ড. মো. শাহিদুর রহমান, স্কুল অব অ্যাপ্লায়েড সায়েন্সে অ্যান্ড টেকনোলজি’ এর ডিন অধ্যাপক ড. মুকিদ মোহাম্মদ মোকাদ্দেস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ, ফেস্টের যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম খান, সহকারী অধ্যাপক আসিফ মো. সামির।

শাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, এসডব্লিউই-আইআইসিটি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ অনুষ্ঠানটি চলবে ২০ এপ্রিল পর্যন্ত।

Bootstrap Image Preview