Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে হ্যানিম্যানের ২৬৪তম জন্মজয়ন্তী উদযাপন

রমজান আলী, নান্দাইল প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৭:০৯ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৭:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ হোমিওপ্যাথিক ফাউন্ডেশন পরিষদ নান্দাইল উপজেলা শাখার উদ্দ্যোগে হোমিওপ্যাথিক চিকিৎসার জনক স্যার স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৪তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) এ জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা সদর সংলগ্ন (ডি. এইচ. এম.এস প্রাইভেট) হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ও হোমিও কলেজের অধ্যক্ষ ডা: এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মো.আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন।

এসময় বিশেষ অতিথি হিসাবে ত্রিশাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আঃ কাইয়ূম, শ্রীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা: মো. আসলাম উদ্দীন, গাজীপুর বাংলাদেশ হোমিওপ্যাথিক ফাউন্ডেশন পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: রইছ মোহাম্মদ কাইছার, কুমিল্লার হোমিওপ্যাথিক ফাউন্ডেশন পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: শফিউল আলম উপস্থিত ছিলেন।

এছাড়া আমন্ত্রিত অথিতি হিসাবে বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, সাংবাদিক শাহজাহান ফকির ও মো. রমজান আলীসহ বাংলাদেশ হোমিওপ্যাথিক ফাউন্ডেশন পরিষদ নান্দাইল শাখার একশত একুশজন চিকিৎসক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত সংগঠনের সেক্রেটারী ও হোমিও কলেজের ভাইস প্রিন্সিপাল ডা: এবিএম আতিকুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে নান্দাইলে হোমিওপ্যাথিক কলেজ স্থাপনে সার্বিক সহযোগিতা করবেন বলে সকলকে আশ্বস্ত করেন।

Bootstrap Image Preview