Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফার্মেসি বিষয়ে পড়াশোনা না করে কেউ ওষুধ বিক্রি করতে পারবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৭:০২ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৭:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ফার্মেসি বিষয়ে পড়াশোনা না করে কেউ ওষুধ বিক্রি করতে পারবে না। ফার্মাসিস্ট ছাড়া ওষুধ বিক্রি সম্পূর্ণ বেআইনি। ওষুধ বিক্রিতে শুধুমাত্র ফার্মাসিস্টদের অনুমতি দিতেও আশ্বাস দিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্য সেবায় ফার্মাসিস্টদের ভূমিকার কথা তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ১৯২টি দেশের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪তম যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। সেই বাংলাদেশে ফার্মাসিস্টরা এতো পড়াশোনা করে লক্ষ্যে পৌঁছাতে পারবে না, এ ব্যর্থতার খাতায় নাম লেখানো যাবে না।

তিনি বলেন, আপনাদের (ফার্মাসিস্ট) দু’টি দাবি, সরকারি হাসপাতালে নিয়োগ এবং সরকারি বা বেসরকারি পর্যায়ে ওষুধ বিক্রিতে ফার্মাসিস্ট নিয়োগ। আমি আপনাদের দাবির সঙ্গে একমত এবং আন্তরিক। আমি এ বিষয়ে কথা বলবো। আপনাদের আজকের এই আয়োজন ব্যর্থ হবে না আমি কথা দিচ্ছি।

Bootstrap Image Preview