Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ধর্মভিত্তিক রাজনীতি চালু করেন জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৬:৫০ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৬:৫০ PM

bdmorning Image Preview


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান প্রথমে আত্মস্বীকৃত খুনিদের বড় পদে পদায়ন করেন। বঙ্গবন্ধুর ১৯৭২ সালের সংবিধান সাগরে ফেলে দিলেন। আবার ধর্মভিত্তিক রাজনীতি চালু করলেন। জামায়াতের আমির গোলাম আজমকে টেনে আনলেন, পরে নাগরিকত্ব দিলেন।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে নগরীর সার্কিট হাউসে একাত্তরের ঘাতক দালাল নিমূর্ল কমিটি চট্টগ্রাম জেলার নবনির্বাচিত কার্যনির্বাহি কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

শ্রদ্ধার সঙ্গে শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ করে মন্ত্রী বলেন, যেদিন আওয়ামী লীগের নাম নিষিদ্ধ করা হয়েছিল অলিখিতভাবে সেদিন ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করলেন জাহানারা ইমাম। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হলেন।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের মতো আত্মত্যাগে বলীয়ান হয়ে যারা আদর্শ ধারণ করে যাচ্ছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে এনেছেন। ধীরে ধীরে এগোচ্ছেন। প্রধানমন্ত্রীর কাছে দাবি করতে হয় না। কোথায়, কখন, কী করতে হবে তিনি জানেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার পথে এগোচ্ছেন তিনি।

এতে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র চট্টগ্রামের চেয়ারম্যান ডা. মাহফুজ রহমান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার। সভায় ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সবসদস্যসহ বিশিষ্টজনরা অংশ নেন।

Bootstrap Image Preview