Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুদের টাকা দিতে না পেরে কৃষকের আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৫:৩৯ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৫:৩৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মাগুরা সদর উপজেলার রামদেরগাতি গ্রামে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে সুদ দিতে না পারার কারণে বসটভিটা লিখে নেওয়ায় এক কৃষক আত্মহত্যা করেছেন। তার নাম সুব্রত প্রামানিক (৩৫)। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে কীটনাশক পানের পর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত মহাজন নায়েব আলীকে আটক করা হয়েছে।

সুব্রতের স্ত্রী পুর্ণিমা প্রামানিকসহ এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষিক ও ক্ষুদ্র ব্যবসায়ী সুব্রত পার্শ্ববর্তী গোয়ালবাথান গ্রামের নায়েব আলীর কাছ থেকে বিভিন্ন সময়ে ৩০ হাজার টাকা ঋণ নেন। এর বিপরীতে প্রতি সপ্তাহে তাকে তিন হাজার টাকা সুদ দিতে হতো। গত কয়েক সপ্তাহে সুদের টাকা শোধ করতে না পারায় সুব্রতের কাছ থেকে বসতভিটা লিখে নেন নায়েব আলী। এছাড়া আরও ৩ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন। এ টাকা আদায়ের জন্য তিনি সুব্রতকে চাপ দিয়ে আসছিলেন। এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে সুব্রতের কাছে থাকা নগদ কিছু টাকা কেড়ে নেন নায়েব। ওই টাকা নিয়ে স্থানীয় হাটে বিক্রির জন্য মাগুরার পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিল সুব্রত। শেষ সম্বল কেড়ে নেওয়ার বৃহস্পতিবার বিকেলে দিশেহারা হয়ে কীটনাশক পান করেন তিনি। সন্ধ্যায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তার মৃত্যু হয়।

মাগুরা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রাজা জানান, নায়েব আলীর সুদের ফাঁদে গত ৫ বছরে সঞ্জয় দাস, সনজিৎ দাস, বাবলু মোল্লা, বাদল মোল্লা, উজ্জ্বল সরদার, শরিফুল ইসলাম, ডাবলু মোল্লাসহ রামাদারগাতি ও গোয়ালবাথান এলাকার অন্তত ২৫ জন বসত বাড়িসহ সর্বস্ব হারিয়ে অন্যত্র চলে গেছে। 

এ ব্যাপারে সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত নায়েব আলীকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Bootstrap Image Preview