Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লায় প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৫:২৮ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৫:৫৬ PM

bdmorning Image Preview


কুমিল্লার মুরাদনগরে হাজী আবু হানিফ নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার বাখরনগর গ্রামে ওই প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা করা হয়।

এ সময় নগদ অর্থসহ স্বর্নালংকার লুটে নেয়ার অভিযোগ করা হয়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছে।

মামলার বিবরণে জানা যায়, বাখরনগর গ্রামের দক্ষিণ পাড়ায় দেলোয়ার হোসেন ও আবুল হোসেন গ্রুপের লোকজনের মাঝে পুকুরের মাটি কাটা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় উভয় গ্রুপের মাঝে সংঘর্ষ এবং পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার আবুল হোসেন গ্রুপের এজহার নামীয় আসামী আল আমিনকে গ্রেফতার করে পুলিশ। এতে ক্ষোব্ধ আবুল হোসেন গ্রুপের লোকজন দেলোয়ার গ্রুপের কাউকে না পেয়ে ঘটনার সাথে সংশ্লিস্ট নয় ওই প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় প্রবাসীর বৃদ্ধা মা এবং স্ত্রীর উপরও হামলা করা হয়। এতে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় লোকজন জানায়, প্রবাসী হাজী আবু হানিফের পরিবার কোন গ্রুপের সাথে জড়িত নয়, সেও দীর্ঘদিন যাবত সৌদি আরব আছেন। তার বাড়িতে সন্ত্রাসী হামলা ভাঙচুর লুটপাট অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকার লোকজন।

Bootstrap Image Preview