Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকায় চার্চের দেয়াল ধ্বসে নিহত ১৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৫:২৪ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৫:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় শহর ডারবানে একটি চার্চের দেয়াল ধ্বসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ১৬ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে একটি পেন্টেকোস্টাল চার্চের ভবনের একটি অংশে কওয়াজুলু-নাটালের ডলাঙ্গুবোতে ভেঙে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত বৃষ্টির কারণে চার্চটির দেয়াল ধ্বসে যায়। 

ধারণা করা হচ্ছে প্রদেশের উত্তর অংশে চিরস্থায়ী বৃষ্টিপাতের ফলে, কোয়াজুলু-নাটাল জরুরী চিকিৎসা সেবা মুখপাত্র রবার্ট ম্যাককেঞ্জি বলেছেন।

প্রাদেশিক পুলিশ মুখপাত্র কর্নেল থেম্ব্কা মবেলে বলেন, এলাকাটিতে একটি ঝড় ও ভারী বায়ু রয়েছে, যা ঘটনার ফলে ঘটেছে। দেয়াল যখন ভেঙে পড়ে তখন লোকেরা গির্জায় ঘুমাচ্ছিল। 

পুলিশ ঘটনাস্থলেই ছিলেন এবং ২৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে শুক্রবার শোকপ্রাপ্ত পরিবারগুলির জন্য সম্ভাব্য সহায়তার পরিকল্পনা করার জন্য গুড ফ্রাইডে সহযোগী সরকার ও প্রথাগত বিষয়গুলি এমইসি নোমুস ডুবে-এনকসহ সাইটে যেতে হবে।

মুখপাত্র পল হেরবস্ট বলেন, তাদের দল চারটি কাঠামোগত ধসে পড়া, নয়টি দুর্ঘটনা, বন্যার অভিযোগ ও ২২ জনকে চিকিৎসা দিয়েছে।

Bootstrap Image Preview