Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পিরোজপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন দুই মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৪:৫৭ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৪:৫৭ PM

bdmorning Image Preview


পিরোজপুরে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

শুকবার (১৯ এপ্রিল) স্পিডবোটযোগে পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন দুই মন্ত্রী।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পিরোজপুরের জেলা প্রশাসক আবু মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ সাথে ছিলেন।

ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নদী ভাঙনের শিকার নদী তীরবর্তী মানুষের ভোগান্তির কথা শোনেন এবং এসব এলাকায় বাঁধ নির্মাণের আশ্বাস দেন মন্ত্রী।

এর আগে পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছান দুই মন্ত্রী। পরবর্তীতে সেখান থেকে পিরোজপুরের বলেশ্বর নদীর খেয়াঘাট পরিদর্শন করেন। এই নদীর পাড়ে একটি শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী।

হুলারহাট বন্দর থেকে স্পিডবোটযোগে কালিগঙ্গা ও সন্ধ্যা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এরপর শ্রীরামকাঠিতে ভাঙনে ক্ষতিগ্রস্থ মানুষের কথা শোনেন পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং দ্রুত তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

Bootstrap Image Preview