Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিক্ষোভের মুখে মন্ত্রীসভা নিয়ে মালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১২:৫৪ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১২:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিক্ষোভের মুখে পুরো মন্ত্রীসভা নিয়ে পদত্যাগ করেছেন মালির প্রধানমন্ত্রী সৌমেলৌ বৌবায়া মাইগা। দেশটির মধ্যাঞ্চলের ক্রমবর্ধমান সহিংসতার এবং গত মাসের ব্যাপক হত্যাযজ্ঞের ঘটনা নিয়ন্ত্রণে তাদের পদক্ষেপের বিষয় নিয়ে কঠোর সমালোচনার পর তারা পদত্যাগ করলেন। 

শুক্রবার (১৯ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কিতার দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী সৌমেলৌ বৌবায়া মাইগা ও তার সরকারের সকল মন্ত্রীর পদত্যাগ গ্রহণ করা হয়েছে। ক্রমবর্ধমান সহিংসতাকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ার দুই সপ্তাহ পর তাদের পদত্যাগ গ্রহণ করা হলো।

ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর আইনপ্রণেতারা বুধবার এ সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল। এ প্রস্তাবে দেশের সহিংসতাপূর্ণ পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হওয়ায় মাইগা ও তার প্রশাসনকে দায়ী করা হয়।

কিতার দপ্তরের ওই বিবৃতিতে আরও বলা হয়, ক্ষমতাসীন ও বিরোধী দল উভয় পক্ষের রাজনৈতিক সকল শক্তির সাথে আলোচনার পর খুব শিগগিরই একজন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে নতুন সরকার গঠন করা হবে।

 

Bootstrap Image Preview