Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রাফিক সার্জেন্টকে মারধরের অপরাধে আটক ২

 নাঈম ইসলাম, সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১০:৩২ AM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১০:৩২ AM

bdmorning Image Preview


আশুলিয়ায় রোকনুজ্জামান নামে এক ট্রাফিক সার্জেন্টকে মারধরের অপরাধে ২ জনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সাভার ট্রাফিক পুলিশের টি আই আবুল হোসেন নিশ্চিত করেছেন।

এর আগে বিকেলে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবোতে ট্রাফিক সার্জেন্ট রোকনুজ্জামান কর্তব্যরত অবস্থায় মারধরের শিকার হন।

আটকেরা হলেন- আশুলিয়ার ঘোষবাগ এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মনির হোসেন ও রফিক।

এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের টি আই আবুল হোসেন জানান, সিট বেল ছাড়া গাড়ি চালানোর অপরাধে মামলা দায়েরের প্রস্তুতি নিলে তারা সার্জেন্টের সঙ্গে উত্তেজিত হয়ে উঠে ও বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে কিল ঘুষি দেন।

এব্যাপারে সার্জেন্ট রোকনুজ্জমান  বলেন, প্রথমে প্রাইভেটকারের কাগজ দেখতে চাই। পরে সিটবেল্ট বাঁধা না থাকায় মামলা দিতে গেলে তারা উত্তেজিত হয়ে মারধর করে।

আশুলিয়া থানার উপ পরিদর্শক ফজিকুল বলেন, এ ঘটনায় মনির হোসেন ও রফিক নামে দুইজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। 

Bootstrap Image Preview