Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কারাগারে নেই সুদানের প্রেসিডেন্ট বশির?

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১০:১৬ AM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১০:১৬ AM

bdmorning Image Preview


সুদানের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশির কারাগারে নেই বলে দাবি করছে তার পরিবার। তারা বলছে, বশিরকে কোবার কারাগারে রাখার বিষয়টি মিথ্যা।

বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে। এ খবর জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু নিউজ।

তার পরিবারের এক সদস্য ওই তুর্কি সংবাদমাধ্যমের কাছে বশিরের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ জানান। তিনি এখন পর্যন্ত তার নিজস্ব বাসভবনে অবস্থান করছে। তিনি বলছেন, অন্যান্য প্রতিবেদন সঠিক নয়।

বশির কোথায় আছে এমন খবরের বিবৃতিতে সুদানের ক্ষমতাসীন সামরিক ট্রানজিটাল কাউন্সিল বলছে, দুই বছরের জন্য বশিরকে স্থানান্তর করা হয়েছে। সেখানে তার তত্ত্বাবধায়ন চলছে।

গত বুধবার স্থানীয় গণমাধ্যমে বলা হয়, গত সপ্তাহে আল-বশির সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। যেখানে তাকে আটকের সব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। সেখানে তার ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতার সঙ্গে রয়েছে।

একই দিন সামরিক ট্রানজিটাল কাউন্সিল ঘোষণা করেছে বশিরের দুই ভাইকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Bootstrap Image Preview