Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাতক পৌর ভবনে ৫ বিষধর সাপ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৯:৫৩ AM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৯:৫৩ AM

bdmorning Image Preview


সুনামগঞ্জের ছাতক পৌরসভার ভবন থেকে বিভিন্ন প্রজাতির ৫টি বিষধর সাপ ধরা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে পৌরভবনের ভেতর থেকে সাপগুলো ধরা পড়ে। উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে ১টি ভিমরাজ, ২টি দাঁড়াইশ ও ২টি আলদ।ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী সাপ ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকদিন ধরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সাপ আতংক বিরাজ করায় তিনি অভিজ্ঞ সাপুড়ে বিলাল মিয়াকে ডেকে আনেন। তার সহযোগি ইয়াকুব হোসেন ও আবুল হাসনাতকে নিয়ে প্রায় একঘন্টার চেষ্টায় পৌরভবন থেকে তিনি সাপগুলো ধরেন।

 

এসময় পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ছাড়াও অধ্যাপক হরিদাস রায়, প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর সচিব মোহাম্মদ সামছুদ্দিন, আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরী, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, ধন মিয়া, সুদীপ কুমার দে সহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview