Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আর কোনো প্রাথমিক সরকারি হবে না: গণশিক্ষা মন্ত্রণালয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৮:৩৬ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৮:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের কোন প্রস্তাব আপাতত বিবেচনা করার সুযোগ নেই। তাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের কোন প্রস্তাব, সুপারিশ বা আবেদন না পাঠানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তিন ধাপে সরকারি করেছিলেন। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের কোন প্রস্তাব বিবেচনা করার সুযোগ নেই গণশিক্ষা মন্ত্রণালয়ের।

তাই মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি ছাড়া বিদ্যালয় বাছাই না করার জন্য ২০১৭ সালের ৩০ মে জেলা প্রশাসক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের কোন প্রস্তাব, সুপারিশ বা আবেদন না পাঠানোর জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

Bootstrap Image Preview