Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাতারে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান

হাসান বখস, কাতার প্রতিনিধি
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৮:১৮ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৮:১৮ PM

bdmorning Image Preview
প্রতীকী


পবিত্র রমজান মাস সামনে রেখে প্রতিবছরের মতো এবারও কাতারে শুরু হয়েছে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান।

কাতারের নিরাপত্তা ও শৃঙ্খলা ঠিক রাখতে বছরের বিভিন্ন সময়ে এমন অভিযানে নামে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কাতার শ্রম মন্ত্রণালয়।দু'সপ্তাহ ধরে এই অভিযান চলবে বলে জানা গেছে।

তবে এই অভিযান এবং এতে আটকের সংখ্যা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। কাতারে যাদের আইডির মেয়াদ শেষ হওয়ার পর তিন মাস পেরিয়ে গেছে, তাদেরকে এই অভিযানে আটক করা হচ্ছে।

এ ছাড়া যারা নিজ কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানিতে কাজের সময় ধরা পড়েন, তাদেরও আইনের আওতায় এনে গ্রেফতার করছে পুলিশ।

কাতারের আইন অনুসারে, কেউ নিজের কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবে না। করতে হলে আসল কোম্পানির অনুমতি নিয়ে তা করতে হবে। কাতারে চলাচলকালে সবসময় নিজের আইডি সাথে রাখা উচিত।

আর যদি কোনো কারণে কেউ আটক হন, তবে প্রথমে পুলিশের কাছে জানতে চান, তার বিরুদ্ধে কোন অপরাধে মামলা দেওয়া হচ্ছে। গ্রেফতারের পরপর যথাসম্ভব নিজের কোম্পানিকে বিষয়টি জানানো উচিত।

পুলিশের অভিযান ও গ্রেফতার এড়াতে সন্ধ্যার পর অযথা এদিক সেদিক ঘোরাঘুরি না করা উচিত বলে মতামত দিয়েছেন সচেতন প্রবাসীরা।

Bootstrap Image Preview