Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারও সিলগালা বিজিএমইএ ভবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৭:১৪ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৭:১৪ PM

bdmorning Image Preview


রাজধানীর হাতিরঝিলের একাংশে গড়ে ওঠা তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনের মালামাল সরিয়ে নিতে সময় দেওয়ার পর আবারও ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছে।

ভবনে অবস্থানরত অফিস মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজউক বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল পর্যন্ত ভবন থেকে মালামাল সরিয়ে নেওয়ার সময় বেঁধে দেয়। এরপর বেলা পৌনে ৬ টার দিকে ফের ভবনটি সিলগালা করে দেওয়া হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে রাজউক কর্মকর্তারা ভবনটি সিলগালা করেন।

গত ১৬ এপ্রিল ওই ভবন সিলগালা করে রাজউক। তার আগে ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভবন থেকে মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় দেয় রাজউক। এরপর ভবন সিলগালা করা হয়। পরে বিজিএমইএ ও ভবনে থাকা অফিস মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (১৮ এপ্রিল) দিনভর মালামাল সরিয়ে নেওয়ার জন্য ফের সময় দেয় রাজউক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমান বলেন, ‘ভবনে অবস্থানরত প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আমরা তাদের মালামাল সরিয়ে নেওয়া জন্য বিকেল পর্যন্ত সুযোগ দিয়েছি। এরপর পৌনে ছয়টার দিকে আমরা ভবনটি আবার সিলগালা করে দিয়েছি। এখনও কিছু মালামাল আছে। বাকিটা কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে হবে।’

উল্লেখ্য, রাজউকের অনুমোদন ছাড়াই গড়ে ওঠা বিজিএমইএ ভবন ভাঙা নিয়ে আলোচনা শুরু হয় প্রায় ৯ বছর আগে। ২০১০ সালে একটি জাতীয় দৈনিকে ভবনটি নির্মাণে রাজউকের অনুমোদন না থাকার বিষয়টি উল্লেখ করা হয়। প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনা হলে ভবনটি কেন ভাঙা হবে না, তা জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন আদালত। পরে ২০১১ সালের ৩ এপ্রিল বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ভবনটি ভেঙে ফেলার রায় দেন। ওই রায়ে রেলওয়ে কর্তৃপক্ষের অধিগ্রহণ করা জমি ১৯৯৮ সালে রফতানি উন্নয়ন ব্যুরো যেভাবে বিজিএমইএ’কে দিয়েছে তা বেআইনি বলে উল্লেখ করা হয় এবং রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে জলাধার আইন ভঙ্গ করে নির্মিত বিজিএমইএ ভবনকে সৌন্দর্যমণ্ডিত হাতিরঝিল প্রকল্পে ‘একটি ক্যানসার’ বলে মন্তব্য করেন হাইকোর্ট।

এরপর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বিজিএমইএ কর্তৃপক্ষ আপিল করেন। দীর্ঘ শুনানি শেষে বিজিএমইএ’র ওই আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। পরে ২০১৭ সালের ৫ মার্চ আপিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা বিজিএমইএ’র আবেদনটিও খারিজ হয়ে যায়। এরপরও ভবন না ভাঙতে আদালতের কাছে বারবার সময় চান বিজিএমইএ কর্তৃপক্ষ। তবে সর্বশেষ ২০১৮ সালের ২ এপ্রিল মুচলেকা দিয়ে ভবন ভাঙতে এক বছর সময় পান বিজিএমইএ কর্তৃপক্ষ।

গত ১২ এপ্রিল এ সময় পার হওয়ায় মঙ্গলবার (১৬ এপ্রিল) বিজিএমইএ ভবনটি ভাঙার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

Bootstrap Image Preview