Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে কৃষকেরা পেল ৯ লাখ টাকার আউশ প্রণোদনা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৬:৫৩ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৬:৫৩ PM

bdmorning Image Preview


খরিপ মৌসুমের জন্য বগুড়ার ধুনট উপজেলায় আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগী ১ হাজার ২০০ জন কৃষক ৯ লাখ ১৮ হাজার টাকা মূল্যের সার ও বীজ পেয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মুনজুরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহীনূর ইসলাম, জুয়েল হোসেন, সোলাইমান আলী ও সাবেক পৌর কাউন্সিলর আল-আমিন তরফদার প্রমুখ।

উল্লেখ্য, প্রত্যেক কৃষককে ১ বিঘা জমিতে আউশ ধান চাষের জন্য ৭৬৫ টাকা মূল্যের ৫ কেজি বীজ ও ২৫ কেজি সার দেয়া হয়েছে।

Bootstrap Image Preview