Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অগ্নিকাণ্ডের ঘটনায় ২ ছাত্রকে ২৪০ কোটি টাকা জরিমানা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৫:৩৪ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৫:৩৪ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


অগ্নিকাণ্ডের ঘটনায় ইতালিতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে ২৪০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বনাঞ্চলে বারবিকিউ করতে যায় তারা। এসময় আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। ফলে বনাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়। এই অপরাধে দুই ছাত্রকে ১ কোটি ৩৫ লাখ ইউরো (প্রায় ১২০ কোটি টাকা) করে জরিমানা করা হয়।

গত ৩০ ডিসেম্বর ইতালির কোমো অঞ্চলের বনাঞ্চলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দুই ছাত্রকে এই অর্থ জরিমানা করেছে স্থানীয় সরকারি কর্তৃপক্ষ।

বিবিসির খবরে বলা হয়েছে, অভিযুক্তদের একজন ইতালির সংবাদপত্র লা স্টাম্পাকে বলেন, অগ্নিকাণ্ডের জন্য আমরা শোকাহত। তবে আগুন ছড়িয়ে পড়ার পেছনে অন্যান্য কারণ রয়েছে। সেগুলোকে গুরুত্ব না দিয়ে আমাদের বলির পাঠা বানানো হয়েছে।

Bootstrap Image Preview