Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছোট ভাইকে নকল দিতে গিয়ে কারাগারে বড় ভাই

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৫:০৫ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৫:০৫ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের চৌহালীতে আলিম পরীক্ষায় ছোট ভাইয়ের জন্য নকল সংগ্রহকালে আটক এক মাদ্রাসা ছাত্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত রাসেল রানা (২৫) কুরকী গ্রামের আব্দুল ছালামের ছেলে এবং টাঙ্গাইলের করটিয়া শাহাদত বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সে অধ্যায়নরত।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু তাহির কেন্দ্র পরিদর্শনে গিয়ে তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই সাজা প্রদান করেন। এ সময় নকল করে পরীক্ষা দেবার চেষ্টায় পরিক্ষার্থী তার ছোট ভাই সোহেল রানাকে বহিষ্কার করা হয়।

চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সকালে ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহির পরিদর্শনে গেলে বহিরাগত ঐ বড় ভাই কর্তৃক ছোট ভাইকে নকল সরবরাহের সময় হাতে-নাতে ধরে ফেলে। পরে এক ভাইকে বহিষ্কার ও আরেক ভাইকে সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্তকে কারাগারে পাঠনো হয়েছে।

Bootstrap Image Preview