Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আরব আমিরাতে আট প্রবাসীর মৃত্যুদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৪:৪৫ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৪:৪৫ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


সশস্ত্র ডাকাতিতে অভিযুক্ত আট প্রবাসীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরের ফৌজদারি অপরাধ আদালত। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এই প্রবাসীদের বিরুদ্ধে শারজার একটি মানি এক্সচেঞ্জ সেন্টারে ডাকাতির অভিযোগ প্রমাণিত হয়েছে।

দুবাইভিত্তিক আরবি ভাষার দৈনিক এমারেত আল ইয়ুম বলছে, অভিযুক্ত ওই প্রবাসীরা মানি এক্সচেঞ্জ সেন্টারে সশস্ত্র অবস্থায় লুটপাট চালায়। তারা সেখানে প্রবেশ করে সাধারণ জনগণের ওপর হামলা ও কর্মকর্তা-কর্মচারীদের মারধরের পর ভয়-ভীতি দেখিয়ে টাকা লুট করে চলে যায়।

এই মামলায় অপর এক অভিযুক্তকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। লুটের টাকার ভাগ নিজের কাছে রেখে দেয়ায় সাজা শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর আদেশ দিয়েছেন আমিরাতের এই আদালত। তবে অভিযুক্ত এই ব্যক্তি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেছেন, অভিযুক্তদের একজনের ভাই লুটের ৬০ হাজার আমিরাতি দিরহাম নিজ দেশের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন।

তবে মানি এক্সচেঞ্জ সেন্টারে সশস্ত্র ডাকাতির এই অভিযোগ দণ্ডপ্রাপ্তদের কয়েকজন স্বীকার করলেও বাকিরা প্রত্যাখ্যান করেছেন। পুলিশের তদন্ত বলছে, মানি এক্সচেঞ্জ সেন্টারের ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতারের পর তাদের আঙুলের ছাপ পরীক্ষা করা হয়েছে।

গ্রেফতারের পর পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে শারজার মানি এক্সচেঞ্জ সেন্টারে সশস্ত্র ডাকাতির অভিযোগ স্বীকার করেছেন তারা। অভিযুক্তদের একজন লুটের কিছু টাকা আদালতের কাছে ফেরত দিয়েছেন।

Bootstrap Image Preview