Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

তাসকিনের এসএমএস বিতর্ক নিয়ে রেগে গেলেন বিসিবির প্রধান নির্বাচক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৪:৩৩ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৪:৩৩ PM

bdmorning Image Preview


আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য টাইগারদের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি পেসার তাসকিন আহমেদ। স্বাভাবিক ভাবেই মন খারাপ তাঁর।

স্কোয়াডে সুযোগ নবা পাওয়ায় ক্যামেরার সামনে কান্না ধরে রাখতে পারেননি। অঝরে কেঁদে ভক্তদেরও কাঁদিয়েছেন। কিন্তু আসল খব কিন্তু এটা নয়, আসল খবর হলো বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য নাকি বিসিবি প্রেসিডেন্ট ও নির্বাচকদের এসএমএস দিয়ে লবি করার চেষ্টা চালিয়েছেন। 

এমন এক সংবাদে যখন চারিদিকে হৈ চৈ পড়ে গিয়েছে তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, এটা কোনো নিউজ হলো। এর কোনো ভিত্তি নেই। এটা বানোয়াট ও ভুয়া সংবাদ। এছাড়া এসব সংবাদ কে দেয়? এমন প্রশ্ন তুলে রাগ-ক্ষোভ উগরে দেন নান্নু।

এমন সংবাদের জেরে কিছুটা হলেও মনোক্ষুণ্ন হন তাসকিন। বিষয়টি নিয়ে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আমাকে বিব্রত করার জন্যই এসব গুজব ছড়ানো হচ্ছে। তিনি জানান, মিনহাজুল আবেদীন নান্নুই তাকে খুদেবার্তা পাঠিয়েছিলেন। তাতে প্রধান নির্বাচক লিখেছিলেন- নট টু ওরি, লং ওয়ে টু গো’। প্রত্যুত্তরে ডানহাতি পেসার লেখেন- থ্যাংক ইউ।

নির্বাচকদের বার্তা দেয়া নিয়ে তাসকিন বলেন, এ খবর টোটালি গুজব। আমি বুঝলাম না, কীভাবে এলো এটি। সংবাদমাধ্যমের উচিত সহযোগিতা করা। এ রকম উল্টাপাল্টা ভুল খবর ছড়ানো ঠিক নয়।
তিনি আরও বলেন, আমার এখন লক্ষ্য নিজেকে আরও ফিট করে তোলা। আরও ভালো খেলা। আমি এসব নিয়ে বেশি চিন্তিত নই। তবে এসব ঠিক নয়। এগুলো খেলোয়াড়দের জন্য বিব্রতকর। আমি স্বপ্নের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেলাম না। এর মধ্যে এমন বিব্রতকর খবর দুঃখজনক। তিলকে তাল বানানো ঠিক নয়।

Bootstrap Image Preview