Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে গাঁজাসহ চাষী আটক

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:৪৬ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:৪৬ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্তে থেকে ২৭০ গ্রাম গাঁজা ও ১ টি গাঁজার গাছসহ রাসেল হোসেন (২৭) নামে এক চাষীকে আটক করেছে র‌্যাব  সদস্যরা।

বুধবার (১৭ এপ্রিল) রাতে বেনাপোল শাখারীপোতা গ্রামে অভিযান চালিয়ে এ গাঁজা ও গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। আটক রাসেল বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপোতা গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

যশোর র‌্যাব ক্যাম্প থেকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কমান্ডার অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম এর নেতৃত্বে একটি অভিযানিক দল বেনাপোল শাখারীপোতা, (বাগান পাড়া) সাকিনস্থ শাখারীপোতা বাজারের পূর্ব পাশে আব্দুস সোবাহান পাটোয়ারী এর বসত বাড়ীর ভিতরে দক্ষিন দুয়ারীর একচালা টিনের ঘরের কক্ষে তোষকের নিচ হতে ও ঘরের পিছনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ গাছ চাষকারী রাসেল হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসা এবং গাঁজা গাছ চাষ করার সাথে তিনি জড়িত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকরী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যুব সমাজ ধ্বংসকারী মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে।পরবর্তীতে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর সারণির ক্রমিক ১৮(ক) ও ১৯ এর (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

জব্দকৃত আলামতসহ ধৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Bootstrap Image Preview