Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের বরণ 

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:৩২ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:৩২ PM

bdmorning Image Preview


ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রথম কর্মদিবসে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক ও সাবেক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা ভবন প্রাঙ্গণে ফুলের তোড়া দিয়ে তাদের বরণ করা হয়। এসময় এক উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রথম কার্যদিবস ও দায়িত্ব হস্তান্তর উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানুকতার মধ্য দিয়ে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দদের সাথে মতবিনিময় করেন চেয়ারম্যানগণ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,  সদ্য সাবেক  উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এমরান আহমদ, সাংবাদিক  তাজু ইসলাম বাবুল, মামুনুর রশীদ, দেলওয়ার হোসেন পাপ্পু, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ দীর্ঘ দশ বছর পর ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নুরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান, জাহিরুল ইসলাম মুরাদ ভাইস চেয়ারম্যান এবং সেলিনা ইয়াসমীন মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন।

Bootstrap Image Preview