Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জ বাসষ্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:২৪ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:২৪ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার বাসষ্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিবলী সাদিকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ অভিযানে ৪টি আধা পাকা ঘর ও শতাধিক  টিন সেট ঘর গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও স্বেচ্ছায় প্রায় অর্ধ শতাধিক আধা পাকা ঘর সরিয়ে নেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব চক্রবর্তী, ইন্সপেক্টর (অপারেশন) সোহেল রানাসহ উপজেলা, থানা ও পৌর প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। 

তবে ভূক্তভোগীরা সরকারি ভূমি স্বেচ্ছায় ছেড়ে দিলেও পূর্নবাসনের দাবি জানান।

একাধিকবার মৌখিক নোটিশের পরও তারা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি। তবে তাদের উচ্ছেদ করলেও সরকারি নিয়মানুযায়ী অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেন জানান কালীগঞ্জ উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রে মো. শিবলী সাদিক। 

Bootstrap Image Preview