Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:১৯ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:১৯ PM

bdmorning Image Preview


উচ্চ ফলনশীল আউশ উৎপাদনর বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি এ প্রণোদনা উপকরণ বিতরণ করেন।

উপজেলার ৫০ জন কৃষকের হাতে ৫ কেজি উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি সার ও ১৫ কেজি ডিএমপি সার তুলে দেওয়া হয়।   

উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিকের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কৃষি কর্মকর্তা অফিসার কৃষিবীদ আবু নাদির এস.এ সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানাা তাসলিম।

Bootstrap Image Preview