Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেদ্দায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:০১ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:০১ PM

bdmorning Image Preview


সৌদি আরবের জেদ্দায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

এ উপলক্ষে ১৭ এপ্রিল কনুস্যলেট প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মোঃ আমিনুল ইসলাম উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

এতে ১৭ এপ্রিল ১৯৭১-এর উপর নির্মিত প্রামাণ্যচিত্র এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘মেঘের পরে মেঘ’ প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী, এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview