Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাজ্জাকের পর দ্রুততম চারশোর মাইলফলকে মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০২:৩৮ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০২:৩৮ PM

bdmorning Image Preview


অবশেষে শেষ হলো মাশরাফি বিন মর্তুজার অপেক্ষা। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে স্পর্শ করলেন লিস্ট এ ক্রিকেটে ৪শ' উইকেটের মাইলফলক। এর মধ্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির উইকেট ২৫৭টি, বাকি ১৪৩টি উইকেট ঘরোয়া ক্রিকেটে।

প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল মোহামেডানের বিপক্ষে বিকেএসপিতে কাঙ্ক্ষিত সেই উইকেটের দেখা পেয়েছেন মাশরাফি। ম্যাশের ৪০০তম শিকার ইরফান শুক্কুর। নিজের তৃতীয় ওভারে মাশরাফী বোল্ড করেছেন বাঁহাতি এ ব্যাটসম্যানকে।

এর আগে গেলো ২৭ মার্চ এ মাইলফলক ছুঁয়েছিলেন আবদুর রাজ্জাক। ২৬৯ ম্যাচে ৪০০ উইকেট পান বাঁহাতি এই স্পিনার। আর মাশরাফীর লাগে ২৮৭ ম্যাচ।

এ ঘরানার ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তার পর আছেন সাকিব আল হাসান। ৩০৭ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের বিশ্বরেকর্ড সুইং অব সুলতান খ্যাত ওয়াসিম আকরামের। পাকিস্তানী কিংবদন্তি নিয়েছেন ৮৮১ উইকেট। ৬৮৪ উইকেট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকান গ্রেট অ্যালান ডোনাল্ড।

এদিকে, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফি। ২৫৮ উইকেট নিয়ে তিনি সাকিবের চেয়ে এগিয়ে আছেন ১১ উইকেটে।

Bootstrap Image Preview