Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযানে নেমেছে বিএসটিআই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ১১:২৮ AM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ১১:২৮ AM

bdmorning Image Preview


আসন্ন রমজান মাস সামনে রেখে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে অভিযান শুরু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বিএসটিআই অভিযান শুরু করে। আজ কিছুক্ষণের মধ্যেই ফর্মালিনযুক্ত ফলমূলের বিরুদ্ধে অভিযান শুরু করবে বলে জানিয়েছে বিএসটিআই।

অভিযানের শুরুতে বিএসটিআই টিমটি মিরপুর ১০ নম্বরে একটি পানির কারখানায় প্রবেশ করে। পানির কারখানাটি অনুমোদনবিহীন এবং অস্বাস্থ্যকর থাকায় সেখানে উৎপাদন বন্ধ করে তা সিলগালা করে দেওয়া হয়। কারখানাটির ভেতর থেকে হাজারখানেক জার ধ্বংস করে বিএসটিআই টিম।

পরবর্তীতে বিএসটিআই টিম অভিযান চালায় এএন এন্টারপ্রাইজ। সে প্রতিষ্ঠানটির বিএসটিআই অনুমোদন রয়েছে। তবে প্রতিষ্ঠানটি রাস্তায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে জার রেখে কাজ করায় তাদের বেশ কিছু জার ধ্বংস করা হয়। এছাড়া তাদের লাইসেন্সও স্থগিত করেছে বিএসটিআই।

Bootstrap Image Preview