Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে পুড়িয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ১০:২০ AM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ১০:৪৩ AM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি এক যুবককে পুড়িয়ে হত্যা করেছে দেশটির এক সন্ত্রাসী। নিহত অনিক (২২) নরসিংদী জেলার পলাশ উপজেলার বাসিন্দা। অনিক পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ভাগদী গ্রামের ‍কুড়াইতলী এলাকার অহেদ আলীর ছেলে।

নিহত অনিকের বাবা অহেদ আলী জানান, দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ ডেবন শহরের একটি শপিংমলে কাজ করতো অনিক। গত ১২ এপ্রিল (শুক্রবার) শপিংমলে কাজ শেষে বাসায় ফেরার পথে সে দেশের সন্ত্রাসীরা অনিককে ধরে নিয়ে যায়। সাউথ আফ্রিকায় তার বড় ছেলে ইউসুফ পাশের একটি এলাকায় কাজ করেন। 

অনিককে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে ইউসুফ ও অন্যান্য সহকর্মীরা অনিককে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সে দেশের পুলিশের কাছে ভাই নিখোঁজের অভিযোগ করেন ইউসুফ।

অনিকের বাবা অহেদ আলী আরও জানান, গত ১৬ এপ্রিল (মঙ্গলবার) রাতে সে দেশের পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনিকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে সাউথ আফ্রিকান গুচি নামে এক সন্ত্রাসীকে আটক করে পুলিশ। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

নিহত অনিকের স্বজনরা জানান, অনিক চার মাস আগে কাজের উদ্দেশে দক্ষিণ আফ্রিকায় যায়। ওইখানে যাওয়ার পর জোহানেসবার্গ ডেবন শহরে প্রতিদিন আসা-যাওয়া করে একটি শপিংমলে কাজ করতো অনিক।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামে অনিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

Bootstrap Image Preview