Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নুসরাতের হত্যাকারীদের শাস্তির দাবিতে চিরিরবন্দরে মানববন্ধন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৭:৪৮ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৭:৪৮ PM

bdmorning Image Preview


দিনাজপুর-রংপুর মহাসড়কের ভূষিরবন্দরে নুসরাত জাহান রাফির হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় চিরিরবন্দরের তেঁতুলিয়া ইউনিয়নের দিনাজপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী মোর্শেদা খাতুন শিলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান বাবু সুনীল কুমার সাহা, বহুব্রীহির নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন দুলু, জেএসকেএস'র নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা প্রমুখ।

এ সময় বক্তারা নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও অগ্নিসংযোগ করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে বৈকুন্ঠপুর টেকনিক্যাল বিএম কলেজ, এনজিও সংগঠন জেএসকেএস, বহুব্রীহি, বর্ণমালা শিক্ষা নিকেতন, ভূষিরবন্দর ছমিরউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়সহ আশে পাশের বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview