Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্কুলছাত্রীকে যৌন হয়রানি: সেই প্রধান শিক্ষক মোজাম্মিল বহিষ্কার

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৭:৩৯ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৭:৩৯ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গের কোচিং পড়তে আসা ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে যৌন হয়রানিতে অভিযুক্ত প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলা চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক একে এম সাফায়েত আলম তাকে বহিষ্কার করেন।

সাফায়েত আলম বলেন, অভিযুক্ত ঐ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। বানিয়াচঙ্গ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়ে স্কুলে যাওয়ার পর ঘটনার প্রাথমিক সত্যতা পাই।

উল্লেখ, গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে বানিয়াচং উপজেলার চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানের কাছে কোচিং পড়তে যায় ওই স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী। এ সময় তার অন্য সহপাঠীরা কোচিং সেন্টারে আসতে একটু বিলম্ব হওয়ায় মোজাম্মিল হোসেন খান ছাত্রীকে একা পেয়ে স্পর্শকাতর জায়গায় হাত দেয়াসহ আরো বিভিন্ন ধরণের যৌন হয়রানি করেন।

এক পর্যায়ে ছাত্রী কৌশলে বই খাতা ফেলে দৌড় দিয়ে কোচিংয়ের পাশে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। ওই বাড়ির এক মহিলা ছাত্রীর বাড়িতে খবর পাঠালে ছাত্রীর তার পিতা-মাতা ছুটে আসেন তখন ছাত্রী সবকিছু খুলে বলে।

পরে বিকালেই ওই ছাত্রীর পিতা বানিয়াচং উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। পাশাপাশি অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকারের কাছে প্রদান করেছেন তিনি।

Bootstrap Image Preview