Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইথিওপিয়াতে পহেলা বৈশাখ উদযাপিত

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৫:৩৩ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৫:৩৩ PM

bdmorning Image Preview


ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাংলা নতুন বছরের আগমন উপলক্ষে পহেলা বৈশাখ, ১৪২৬ উদযাপিত হয়েছে।

১৪ এপ্রিল বাংলাদেশ দূতাবাস অনুষ্ঠানটির আয়োজন করে।

দিবসটি উদযাপনের জন্য দূতাবাস প্রাঙ্গণে ইথিওপিয়ায় বসবাসরত বিভিন্ন বিদেশী রাষ্ট্রদূতবৃন্দ, ইথিওপিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, ইথিওপিয়া প্রবাসী বাংলাদেশী সম্প্রদায়, গণ্যমান্য স্থানীয় নাগরিক, ইথিওপিয়ায় বসবাসরত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পর্ব, মজার খেলাধূলা এবং ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। এসব অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষের অনন্যতা ও সার্বজনীনতা এবং বাঙালি জাতির সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানের প্রথমভাগ দূতাবাস প্রাঙ্গণের উন্মুক্ত অংশে অনুষ্ঠিত হয়। এ অংশে শিশু, মহিলা ও পুরুষদের জন্য আয়োজিত ভিন্ন ভিন্ন খেলায় আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে বিদেশী অতিথিবৃন্দ সপরিবারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এছাড়াও এ সময় মুক্ত কন্ঠের সঙ্গীত এবং বাদ্য-বাজনার মধ্য দিয়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। এ সময় বিদেশী অতিথিবৃন্দ প্রবাসী বাংলাদেশী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে বাঙালি ঐতিহ্যবাহী বিভিন্ন প্রত্যাহিক মুখরোচক খাবারের সম্ভার দেখে এবং পরখ করে তাদের মুগ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উৎসাহী অংশগ্রহণকারীগণ বাংলা নববর্ষ উপলক্ষে বাঁশি, তবলা, ঢোল এবং বেহালা-সহ দেশীয় বাদ্যযন্ত্র বাদন, কৌতুক, সঙ্গীত, নৃত্য পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন।

অত্র দূতাবাসের রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে পরস্পর ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বর্তমান প্রগতিশীল সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।

এরপর বিভিন্ন খেলায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরিশেষে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং অতিথিদের মধ্যে দূতাবাসের উদ্যোগে আয়োজিত মধ্যাহ্ন ভোজ ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়।

Bootstrap Image Preview