Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কঙ্গোয় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১৫০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৩:৪৭ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৩:৪৭ PM

bdmorning Image Preview


ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় হ্রদে এক নৌকাডুবির ঘটনায় এখনও প্রায় দেড়শ লোক নিখোঁজ রয়েছেন।  দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেডি স্বয়ং এ কথা জানিয়েছেন।

প্রেসিডেন্ট দপ্তরের টুইটার একাউন্টে শিসেকেডি বলেন, ‘কিভু হ্রদে ১৫ এপ্রিল (সোমবার) একটি পিরোগউক (স্থানীয় নৌকা) ডুবে যাওয়ার ঘটনায় আমি মর্মাহত। এ ঘটনায় প্রাথমিকভাবে ১৫০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।’

দক্ষিণ কিভু প্রদেশের স্থানীয় কর্মী ডেলফিন এমবিরিমবি রয়টার্সকে জানিয়েছেন, নৌকাটি উত্তর কিভু প্রদেশ থেকে রওনা হওয়ার পর কালেহে এলাকার কাছাকাছি এসে ডুবে যায়।

তিনি জানান, এ পর্যন্ত তিনটি মরদেহ এবং ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও আরও দেড়শ যাত্রী নিখোঁজ রয়েছেন।

পরিস্থিতির ওপর কড়া নজর রাখার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট শিসেকেডি। এ ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বিশাল বনাচ্ছাদিত কঙ্গোয় প্রধান শহরগুলোর বাইরে সড়কের সংখ্যা অল্প। এখানে নৌকায় অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাই করার কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

Bootstrap Image Preview