Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৩:১০ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৩:১০ PM

bdmorning Image Preview


আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

আজ বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ও খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি(ভারঃ) আবু নজির মিয়া, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হাবীব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার৷ এদিকে খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহঃ প্রধান শিক্ষক শামছুর রহমান, সহঃশিক্ষক মোঃ ইদ্রিস আলী,ফারুক হোসেন, শহিদুল ইসলাম সবুজসহ প্রমুখ৷

আলোচনা সভায় ফারুক সরকার বলেন, ‘স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস তরুণ 
প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিজয় সুনিশ্চিত করতে "মুজিবনগর সরকার"-এর অবদান সবার ওপরে। মুক্তিযুদ্ধে বিজয়ের ব্যাপারে ইতস্তত বিক্ষিপ্তভাবে স্বাধীনতার কোন 'ঘোষণা'ই কোন কাজে আসতো না; যদি না এইদিনে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে দূরদর্শী আওয়ামী লীগ নেতা জননেতা তাজউদ্দীনের নেতৃত্বে 'মুজিবনগর সরকার' গঠিত হত।

"মুজিবনগর সরকার" একটা পদ্ধতিগত বৈধ ভিত্তি; যে ভিত্তি সহজেই মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিশ্ব জনমতের একাংশসহ ভারতকে সরাসরি আমাদের পক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে আইনগত বৈধতা দেয়। মুক্তিযুদ্ধ নয় মাসের হলেও ভারতীয় সরাসরি অংশগ্রহণে মাত্র ১০ দিনে মুক্তিযুদ্ধের বিজয় সুনিশ্চিত হয়। ভারত সরাসরি আমাদের পক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলে আমরা আদৌ স্বাধীনতা অর্জন করতে পারতাম কিনা তা একটা অনিশ্চিত বিষয়।

অতএব, মহান মুক্তিযুদ্ধের বিজয় সুনিশ্চিত করতে তাজউদ্দীনের নেতৃত্বে "মুজিবনগর সরকার"-এর অবদান সবার ওপরে।

Bootstrap Image Preview