Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০২:৩২ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০২:৩৩ PM

bdmorning Image Preview


হবিগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার জান্নাত আরা লিসা।

প্রধান অতিথি’র বক্তৃতায় এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশে সন্ত্রাসের রাজনীতি শুরু করেন জিয়াউর রহমান। এরপর থেকেই শুরু হয় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি। মহান স্বাধীনতা সম্পর্কে তারেক রহমান বিদেশে বসে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে আসছে। তাদের এই মিথ্যাচার বন্ধ ও মুক্তিযুদ্ধের সঠিক  ইতিহাস তুলে ধরতে হবে প্রকৃত মুক্তিযোদ্ধদের।

তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা এক সময় অবহেলিত ছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তাদেরকে সর্বোচ্চ সুবিধা দিয়েছেন। পরবর্তী প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানান তিনি।

এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি, সহ সভাপতি পিপি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খান, উপ প্রচার  সম্পাদক ভিপি জিপি এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview