Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে ঝড়ে গাছ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০১:৪৪ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০১:৪৪ PM

bdmorning Image Preview


ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর গ্রামে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রোকন মন্ডল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রোকন মন্ডল ওই গ্রামের রাহান মন্ডলের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন।

বুধবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই গ্রামের তৈয়ব আলী, সেকেন মন্ডল, দুলাল মন্ডল, কবীর মন্ডল, বাচ্চু মন্ডল ও আনোয়ার মন্ডল।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ে সেকেন মন্ডলের গাছের ডাল ভেঙে প্রতিবেশী ওলিয়ার রহমানের ঘরের ওপর পড়ে। এ ঘটনায় রাতেই দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে রোকন আলীসহ ৬ জন আহত। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Bootstrap Image Preview