Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘বাজেটে আবাসন ও নির্মাণ শিল্প গুরুত্ব পাবে: এনবিআর চেয়ারম্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১২:০৪ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১২:১৮ PM

bdmorning Image Preview


আসন্ন বাজেটে আবাসন ও নির্মাণ শিল্প গুরুত্ব পাবে। বিশেষ করে নতুন ভ্যাটের (মূল্য সংযোজন কর) ক্ষেত্রে ৩ থেকে ৪টি স্তর থাকলেও এ খাতে বিশেষ সুবিধা থাকব বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

মঙ্গলবার এনবিআরের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব এবং সিমেন্ট ও স্টিল নির্মাণ খাতের সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। এ সময়ে তিনি ব্যবসায়ীদের আশ্বাস দেন, একজন গ্রাহক ফ্ল্যাট কেনাসহ আবাসন খাতে বিনিয়োগ করলে আয়ের উৎস নিয়ে প্রশ্ন করা হবে না।

এনবিআর চেয়ারম্যান বলেন, আবাসন খাতে ১৪-১৬ শতাংশ নিবন্ধন ব্যয় আসলেই অতি উচ্চ। এটি বিবেচনা করা উচিত। এ ব্যয় কমাতে স্থানীয় সরকার এবং আইন মন্ত্রণালয়ের সম্পৃক্ততা দরকার। শিগগিরই তাদের চিঠি দেয়া হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে এনবিআরের পক্ষ থেকে আয়ের উৎস জানতে হয় না। কিন্তু দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে বিষয়টি এনবিআরের চেয়ারম্যানের নজরে আনা হলে তিনি বলেন, এ ব্যাপারে দুদকের সঙ্গে কথা বলতে হবে। কারণ এক দেশে দুই আইন থাকা উচিত নয়। আমরা চাই, দেশীয় শিল্পের বিকাশ হোক। তাই নতুন ভ্যাট আইন কার্যকর হলেও কিছু কিছু শিল্পে বিশেষ নজর দিতে হবে। এর মধ্যে আবাসন ও নির্মাণ অন্যতম। এনবিআরের কাজ শুধু কর আদায়। দেশীয় শিল্পের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।

অনুষ্ঠানে বক্তব্য দেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জহিরুল হক চৌধুরী, সিমেন্ট মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শহীদুল্লাহ প্রমুখ।

Bootstrap Image Preview