Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মীরসরাইয়ে বোরো ধান গোলায় তুলতে ব্যস্ত কৃষকরা

ইমাম হোসেন, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১১:৪২ AM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১২:০৫ PM

bdmorning Image Preview


মীরসরাইয়ে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। ইতোমধ্যে শুরু হয়ে গেছে নতুন ধান কাটা। এ বছর তুলনামূলক ধানের ফলন অনেক বেশি হওয়ায় গত বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। তবে সব ধান ঘরে তুলতে আরও কয়েকটা দিন অনুকূল আবহাওয়ার প্রত্যাশা করছেন কৃষকরা।

উপজেলার বিভিন্ন এলাকার চাষীরা জানান, আগাম বৃষ্টি না হওয়ায় ফসলের তেমন ক্ষতি হয়নি। পাশাপাশি ক্ষেতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও কম ছিল। এছাড়া এবার ফসলের খেতে সময়মতো পানি ও সার দিতে পেরেছেন তাঁরা। মূলত এসব কারণে বোরো ধানের ফলন ভালো হয়েছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১৬টি ইউনিয়নে ২ পৌরসভায় ১ হাজার ৪শ' ৬০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫শ' ৭০ মেট্রিক টন ধান এবং ৪ হাজার ৩শ' ৮০ মেট্রিক টন চাল।

উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন ফেনাপুনি এলাকার কৃষক আজিজুল হকের চোখমুখে আনন্দের ছাপ। তিনি বলেন, গতবার দেড় কানি জমিতে বোরো চাষ করেছিলাম। এবার চাষ করেছি ৩ কানি (১শ' ২০ শতক) জমিতে। সবকিছু ঠিকঠাক থাকলে, এক সপ্তাহের মধ্যে সব ধান ঘরে উঠবে। ক্ষতি পুষিয়ে নিতে আমার মতো অনেক কৃষকই বেশি জমিতে ধান চাষ করেছেন এবার। তবে যদি এর মধ্যে ধমকা হাওয়া বা বৃষ্টি হলে তিনিসহ সকল কৃষক ক্ষতির সম্মুখীন হবে।

উপজেলার মায়ানী ইউনিয়নের আবুতোরাব এলাকার চাষী শহিদুল্লাহ বলেন, আমি ৫০ শতক জমিতে বোরো চাষ করেছি। খরচ বেশি হওয়ার সত্ত্বেও ভালো ফসলের আশা করছি।

মীরসরাই উপজেলা কৃষি সুপারভাইজার নুরে আলম জানান, আমরা উপজেলার বিভিন্ন গ্রামের ধান মাড়াই করে ফলনের নমুনা (ক্রপ কাটিং) সংগ্রহ কাজ শুরু করেছি। সংগৃহীত নমুনা থেকে দেখা যাবে, হেক্টর প্রতি ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা। তবে এবার উপজেলার করেরহাট, হিঙ্গুলী, দুর্গাপুর এলাকায় বেশি বোরো ধান চাষ করা হয়েছে। 

Bootstrap Image Preview