Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নড়াইলে বৈশাখ উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১১:১৭ AM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১১:১৮ AM

bdmorning Image Preview


নড়াইলে বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে লোহাগড়া উপজেলার বাড়িভাঙ্গা, হান্দলা, ব্রাম্মণডাঙ্গা, চর-ব্রাম্মণডাঙ্গা এই ৪ গ্রামের মানুষ বাংলা নববর্ষ উপলক্ষে স্থানীয় বিলে মুরাদুল ইসলামের সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় যশোর, মাগুরা, ফরিদপুর ও স্বাগতিক নড়াইলের বিভিন্ন এলাকা থেকে ২২টি ঘোড়ার মালিক এই ঘোড়াদৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।

জানা যায়, এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে যশোর বাঘারপাড়া উপজেলার দহখোলা গ্রামের বাপ্পী মোল্লার ঘোড়া প্রথম, লোহাগড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের ইউনুস কারীর ঘোড়া দ্বিতীয় এবং যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধল গ্রামের জাবেদ সরদারের ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।

বিজয়ীদের যথাক্রমে ছয় হাজার, চার হাজার ও দুই হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি ঘোড়ার মালিককে এক হাজার টাকা করে সান্তনা পুরস্কার দেওয়া হয়। 

বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আঞ্জুমান আরা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।

Bootstrap Image Preview