Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রোনালদোদের ছিটকে দিয়ে দুই দশক পর সেমিফাইনালে আয়াক্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১০:২৫ AM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১০:২৫ AM

bdmorning Image Preview


গত রাউন্ডে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদকে হারিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড়ো চমক দিয়েছিল আয়াখস। তবে সেই চমকের থেকে আরও বড়ো চমক যে অপেক্ষা করেছে তা হয়তো ধারণা করতে পারেননি অনেকেই।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল রাউন্ডের ম্যাচে দু'পর্ব মিলিয়ে রোনাল্ডোদের হারিয়ে সেমিতে পৌঁছে গেল আয়াখস। নিজেদের ঘরের মাঠে জিততে না পারলেও, রোনাল্ডোদের মাঠেই তাঁদেরকে হারাল আয়াখস। ফলে ১৯৯৬-৯৭ মৌসুমের পর প্রথমবার সেরা চারের টিকিট কেটেছে আয়াক্স।

প্রথম লেগে দু'দলই একটি করে গোলে দাঁড়িয়েছিল। ফলে ঘরের মাঠে শুরু থেকেই চাপ ছিল জুভেন্তাসের। কিন্তু গোল আসছিল না। তবে ম্যাচে প্রথম লিড কিন্তু তাদেরই। ম্যাচের তিরিশ মিনিটের মধ্যে রোনাল্ডোর গোলে এগিয়ে যায় জুভেন্তাস। একইসঙ্গে দু'পর্ব মিলিয়ে।

কিন্তু তখনও কেউ ধারণা করেননি চিত্রটা বদলাতে চলেছে। কাউন্টার অ্যাঁটাকে চাপ বজার রাখে আয়াখস। ম্যাচের ৩৪ মিনিটে ভ্যান ডি ভিকের গোলে সমতা ফেরায় তাঁরা।

দ্বিতীয়ার্ধে পুরোটাই উল্টো ছবি। জুভেন্টাসের ওপর শুরু থেকেই জাঁকিয়ে বসে আয়াখস। ক্রমগত আক্রমণ এবং আক্রমণ। যার ফসল ৬৭ মিনিটে হেডে জালে বল জড়ান ম্যাথিয়াস ডি লিট। এতে দু'পর্ব মিলিয়ে আয়াক্সের লিড দাঁড়ায় ৩-২। ফলে চলতি বছর টুর্নামেন্ট থেকে বিদায় রোনাল্ডোদের। 

Bootstrap Image Preview