Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফেনীতে ২য় শ্রেণির ছাত্র বলাৎকার, কারাগারে বৃদ্ধ শিক্ষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ১০:০০ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ১০:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ফেনীর দাগনভূঞায় বলাৎকারে অভিযুক্ত শিক্ষক শহিদুর রহমানকে (৫৩) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে দাগনভূঞা আমলি আদালতের বিচারক এস এম এমরান তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, রবিবার রাতে দাগনভূঞা উপজেলার কোরাইশমুন্সী দারুল কোরআন ওয়াস-সুন্নাহ মাদরাসার নুরানী বিভাগের শিক্ষক শহিদুর রহমান ওই মাদরাসার দ্বিতীয় শ্রেণির এক আবাসিক ছাত্রকে বলাৎকার করে। পরদিন বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ। ওইদিন রাতেই নির্যাতনের শিকার শিশুর পরিবার দাগনভূঞা থানায় অভিযোগ করেন।

বিষয়টি নিশ্চিত করে কোরাইশসুন্সী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম বলেন, শিশুর পরিবার ও স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে। অভিযুক্ত শিক্ষকের বাড়ি পার্শ্ববর্তী উপজেলা সেনবাগের জয়ধর গ্রামে।

দাগনভূঞা থানা পুলিশের পরিদর্শক (ওসি) সালেহ আহাম্মদ পাঠান জানান, অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত রিমান্ড শুনানি না করে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Bootstrap Image Preview