Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্ত্রী সেরা সুন্দরী হওয়ায় শাস্তি পেলেন ধর্ম যাজক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৮:৩৩ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৮:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাশিয়ায় ‘লেন্ট’ নামে একটি ধর্মীয় আচার চলাকালীন স্ত্রী সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ায় শাস্তি দেওয়া হয়েছে এক ধর্ম যাজককে। শাস্তি হিসাবে একটি প্রত্যন্ত গ্রামে বদলি করা হয়েছে দেশটির উরাল এলাকার সের্গেই যোটভক নামে ওই অর্থোডক্স যাজককে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অর্থোডক্স যাজক সের্গেই যোটভকের স্ত্রী ওকসানা যোটোভা সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় তিনি ‘মিস সেনসুয়ালিটি’ পুরস্কার পান।

এদিকে শহরে চলছিল লেন্ট। ইস্টার সানডের এই ধর্মীয় প্রক্রিয়া চলাকালীন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা উপবাস করেন এবং বিলাসী দ্রব্য ব্যবহার এড়িয়ে চলেন। কিন্তু ওকসানা তা না মেনে প্রতিযোগিতায় অংশ নেওয়ায় শাস্তি দেওয়া হয়েছে তার যাজক স্বামীকে।

ওকসানা যোটোভা ম্যাগনিটোগোরস্ক শহরের একটি সৌন্দর্য চর্চা কেন্দ্রও পরিচালনা করেন। রাশিয়ার পিকাবু নামে একটি সামাজিক মাধ্যমে এ খবর প্রকাশ হলে টনক নড়ে ধর্মীয় উপাসকদের।

ম্যাগনিটোগোরস্ক ক্যাথেড্রাল নামে যে গির্জায় সের্গেই যোটভক যাজকের কাজ করতেন, খবরটি জানার সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে তাকে বরখাস্ত না করে শহর থেকে ৬৫ কিলোমিটার দূরের একটি গ্রামে বদলি করা হয়, যেখানে জনসংখ্যা মাত্র ৪ হাজার।

ক্যাথেড্রালের ধর্মীয় উপাসক আর্চপ্রিস্ট ফিওডর সাপ্রিকিন এ বিষয়ে বলেন, ‘একজন যাজকের স্ত্রীর এভাবে একটি অনুষ্ঠানে নিজেকে খোলামেলাভাবে তুলে ধরাটা একটি বড় পাপ। যতদিন সের্গেই যোটভকের স্ত্রী প্রায়শ্চিত্ত না করবেন, ততদিন তাকে শাস্তি ভোগ করতে হবে। তাকে ম্যাগনিটোগোরস্ক ক্যাথেড্রালে পুনর্বহাল করা হবে না।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তিনি কেমন যাজক, যে তার নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে না? তিনি কীভাবে একটি ধর্মীয় সমাবেশ নিয়ন্ত্রণ করবেন?’

এদিকে পিকাবুতে এই খবর ছড়িয়ে পড়ার পর রাশিয়ার জনগণ ব্যাপারটি নিয়ে সোচ্চার হয়েছে। একজন ব্যবহারকারীর ভাষ্য, ‘যাজকদের তাদের স্ত্রী সম্পর্কে জানা উচিৎ। উপাসকদেরও যাজক সম্পর্কে জানা উচিৎ। কারণ, তারা বয়ান করে এক জিনিস আর প্রাকটিস করে অন্য জিনিস।’

তবে দেশটির অনেক নেটিজেন দাঁড়িয়েছেন সের্গেই ও ওকসানা যোটভকের পক্ষে। তাদের মধ্যে একজন বলছেন, ‘কেন তিনি নিজের জীবন উপভোগ করতে পারবেন না? এখনও কি এমন মানুষ আছে যারা বিশ্বাস করে যাজকরা সব অন্যায়ের ঊর্ধ্বে? তারাও সাধারণ মানুষ, যারা ভালো একটি চাকরি করছেন।’

আরেকজন প্রশ্ন তুলেছেন, ‘সমস্যাটা কোথায়? বাইবেলে কোথাও কি বলা আছে যে, একজন যাজকের সুন্দরী স্ত্রী থাকতে পারবে না?’

Bootstrap Image Preview