Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পিরোজপুরে নানা আয়োজনে চলছে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৮:১৯ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৮:১৯ PM

bdmorning Image Preview


পিরোজপুরে নানা আয়োজনে চলছে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা। বাহারী সব জিনিসপত্রের পসরায় সেজেছে পিরোজপুর শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের বৈশাখী মেলা।

জেলা প্রশাসনের আয়োজনে ১০ দিনব্যাপী এ মেলায় প্রতিদিন বিকেলে ঢল নামে বিভিন্ন বয়সের হাজার হাজার নারী, পুরুষ আর শিশুদের। প্রতিদিন বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাকে দিয়েছে আলাদা রূপ।

বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নাচ, গান, নৃত্য ও নাটকের পরিবেশনা। আর দর্শকরা মনোমুগ্ধ হয়ে সেগুলো উপভোগ করেন।

এ ছাড়া বিভিন্ন ধরণের খেলনা, কসমেটিকস, পোশাক, বাঁশি, হাতপাখা, খাবারের দোকানের উপচেপড়া ভিড় সামাল দিতে হিমসিম খেতে হয় ব্যবসায়ীদের। আর শিশুরা আপন মনে দুলতে থাকে বিভিন্ন ধরণ আর আকৃত্তির দোলনা ও চড়কায়।

নারী-পুরুষ সকলেই প্রিয়জনকে নিয়ে বৈশাখী আবয়বে সাজগোজ করে বিকেলে ছুটে আসেন মেলায়। এ ছাড়া অনেকেই মেলা থেকে পরিবারের প্রয়োজনীয় জিনিসগুলোও কিনে নিচ্ছেন।

সব মিলিয়ে বৈশাখী মেলা পিরোজপুরের মানুষের জীবনে আনন্দের আলাদা মাত্রা যোগ করেছে। বৈশাখী মেলা চলে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত আর এ মেলা শেষ হবে আগামী মঙ্গলবার।

Bootstrap Image Preview