Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৭:০০ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৭:০৩ PM

bdmorning Image Preview


হবিগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

'স্বাস্থ্যসেবা আধিকার শেখ হাসিনার অঙ্গীকার' প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ।

এ ছাড়াও বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ডাঃ সুচীন্ত চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা খাতুন, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। অতীতে বিএনপি সরকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেনি। বর্তমান আওয়ামী লীগ সরকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে অত্যন্ত আন্তরিক।

তিনি বলেন, সারাদেশে একযোগে বিতরণ করা হচ্ছে বিনামূল্যে ওষুধসহ নানা ধরণের স্বাস্থ্যসেবা। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা তরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের প্রতি সকলকে আন্তরিক থাকতে হবে।

Bootstrap Image Preview