Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভিসা বাতিল, ভারতে গ্রেফতার হতে পারেন নায়ক ফেরদৌস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৬:৫২ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৬:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশের জনপ্রিয় নায়ক ফেরদৌস। এত দিনের চলচ্চিত্র ক্যারিয়ারে বেশ অনেকগুলো কলকাতার ছবিতে অভিনয় করেছেন তিনি। আর তাইতো বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় তিনি।

কলকাতায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গত রোববার ভারতে চলমান লোকসভার নির্বাচনী অংশ নিয়ে ছিলেন ফেরদৌস। আর তাতেই চটেছে বিজেপি। তাকে ভিসার নিয়ম লঙ্ঘন করার অপরাধে গ্রেফতার করা উচিত বলে দাবি করছে বিজেপি।

ভারতীয় জনতা পার্টির নেতা জে পি মজুমদার বলেন, ‘উত্তর দিনাজপুরের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রার্থীর সমর্থনে ভোটের প্রচার করছেন ফেরদৌস।

তাই তাকে ভিসার নিয়ম লঙ্ঘন কারার অপরাধে গ্রেফতার করা উচিত। ভারতের নির্বাচনী প্রচারণায় বিদেশি নাগরিক অংশগ্রহণ করতে পারে না। তাকে নির্বাচনী প্রচারণা করতে দিয়ে তৃণমূল কংগ্রেস আইন লঙ্ঘন করেছে।’

এই বিষয়ে রাজ্যের নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে উদ্বেগও প্রকাশ করছে দলটি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ও তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারণাকে কঠোর সমালোচনা করে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, পরবর্তী সময়ে যদি মমতা ব্যানার্জ্জী দলের প্রচারণায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানানো হয় তাহেলে অবাক হবেন না তিনি।

এদিকে সেদিন ফেরদৌস রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানাইয়ালালের সমর্থনে ভোটের প্রচার করছেন। এই প্রচার পর্বে ফেরদৌসের সঙ্গে আছেন কলকাতার দুই তারকা অঙ্কুশ হাজরা ও পায়েল মুখার্জী।

এদিকে কানাইয়ালালের নির্বাচনী এজেন্ট মুসারফ হুসেন বলেন, ‘ফেরদৌস বাংলাদেশে একজন জনপ্রিয় অভিনেতা। তিনি কলকাতার সিনেমারও বড় তারকা। তার গ্রহণযোগ্যতা আছে এবং তিনি কলকাতায় অনেক স্বীকৃতি পুরস্কারও পেয়েছেন।

সেজন্যই আমরা তাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে রোড শো-এ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছিলাম। তিনিও রাজি হওয়ায় তাকে আমরা রোড শো-তে নিয়েছি।’

এদিকে মঙ্গলবার (১৬ এপ্রিল) জানা যায়, মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগে তার ভিসা বাতিল করা হয়েছে। তাকে দেশে ফিরে যেতে বলেছে বাংলাদেশ হাইকমিশন।

এ বিষয়ে চিত্রনায়ক ফেরদৌসের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Bootstrap Image Preview